রূপপুর নিউক্লিয়ার পাওয়ার কোম্পানি গঠন
রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র পরিচালনা করতে ‘রূপপুর নিউক্লিয়ার পাওয়ার লিমিটেড’ নামে কোম্পানি গঠন করা হয়েছে। খুব তাড়াতাড়ি রাশিয়ার সাথে আলোচনার মাধ্যমে এই কোম্পানির জনবল নিয়োগ দেয়া হবে। ইতিমধ্যে কোম্পানির নিবন্ধন চ’ড়ান্ত করা হয়েছে।
রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন বিষয়ে গঠিত কারিগরি কমিটির চতুর্থ বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৃহস্পতিবার বিজ্ঞান প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমানের সভাপতিত্বে বিজ্ঞান মন্ত্রনালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অন্যদের মধ্যে প্রধানমন্ত্রী সচিব আবুল কামাল আজাদ, বিজ্ঞান সচিব খোন্দকার মো. আসাদুজ্জামান, বিদ্যুৎ সচিব মনোয়ার ইসলাম, নৌ সচিব, পরিকল্পনা সচিবসহ বিভিন্ন মন্ত্রনালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
গতবছর ২রা সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা রূপপুরের পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্রাথমিক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করনে। ঐ দিনই আনুষ্ঠানিকভাবে দুই দেশের মধ্যে পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্রাথমিক চুক্তি হয়। রাশিয়া নিজস্ব ব্যবস্থাপনায় ঋণ এনে এই বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করবে। প্রাথমিক ভাবে এখানে এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হবে।
রাশিয়ার জাতীয় প্রতিষ্ঠান রোসাটম এই বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করবে। জাতীসংঘের আইএইএ সার্বক্ষনিক তদারকি করবে। রোসাটম বিদ্যুৎ কেন্দ্রর বর্জ্য ব্যবস্থাপনা করবে। রাসায়নিক যে বর্জ্য তৈরী হবে তা তারা নিয়ে যাবে। এই বর্জ্য থেকে আবার ইউরেনিয়াম তৈরী হবে। একারণে বর্জ্যকে সম্পদ হিসেবে বিবেচনা করছে তারা।