রূপপুর নিয়ে বাংলাদেশ ভারত রাশিয়া চুক্তি হচ্ছে: খসড়া অনুমোদন
রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্র পরিচালনার জন্য বাংলাদেশ ভারত ও রাশিয়া যৌথ চুক্তি করতে যাচ্ছে। তিন দেশের মধ্যে এজন্য যে চুক্তি হবে তার খসড়ায় অনুমোদন দিয়েছে বাংলাদেশ।
গত সপ্তাহে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রস্তাবে মন্ত্রিসভা এই খসড়ায় অনুমোদন দিয়েছে।
বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, ভারতের পরমাণু শক্তি বিভাগ এবং রাশিয়ার রসাটম স্টেট এটমিক এনার্জি কর্পোরেশন এ্ই সহযোগিতা চুক্তিতে সই করবে।
বিদ্যুৎকেন্দ্র পরিচালনা, নিরাপত্তা নিশ্চিত করা, জনবলের দক্ষতা উন্নয়ন, প্রকৌশলী , কারিগরি সহায়তা এবং সম্পদের বিনিময় করা হবে এই চুক্তির মূল কাজ।
গত ৩০ শে নভেম্বর রূপপুর বিদ্যুৎকেন্দ্রর ঢালাই কাজ শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কাজের উদ্বোধন করেন। সে সময় তিনি বলেন, এর সাথে আরেকটি স্বপ্ন বাস্তবায়ন শুরু হলো। আমরা পারমাণবিক যুগে প্রবেশ করলাম।যা জাতির জন্য মহান গৌরব ও সম্মানের ।
ইন্দিরা গান্ধী সেন্টার ফর এটমিক রিসার্চ (আইজিসিএআর) এর প্রাক্তন পরিচালক, শিভ্রম ভুয়েজ, নিউক্লিয়ার এশিয়াকে বলেন, রাশিয়া, ভারত ও বাংলাদেশ পারমাণবিক শক্তি ব্যবহারে একে অন্যকে সহায়তা করতে পারে।বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে পরমাণুর ব্যবহার অনেক সহায়তা করবে।