রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ডিসেম্বরে পরীক্ষামূলক চালু হবে
নিজস্ব প্রতিবেদক, ঢাকা (মঙ্গলবার, ৩০শে সেপ্টেম্বর ২০২৫):
অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, চলতি বছরের ডিসেম্বরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরীক্ষামূলকভাবে চালু হবে।
মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের উপদেষ্টা এ তথ্য জানান।
উপদেষ্টা বলেন, নভেম্বরে চালু করার জন্য রাশিয়াকে চিঠি দিয়েছিলাম। তারা জানিয়েছে ডিসেম্বরে চালু করবে। এরই মধ্যে বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি চলে এসেছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পর্যবেক্ষণ করে কিছু সুপারিশ করেছে সেগুলো বাস্তবায়ন করা হচ্ছে। তারা আবার এসে চূড়ান্ত সম্মতি দেবে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রতি ইউনিট বিদ্যুতের দাম কত হবে তা এখনও নির্ধারণ করা হয়নি বলেও জানান উপদেষ্টা।
রূপপুরে ১২০০ করে ২৪০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট স্থাপন করা হয়েছে। প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদনের অপেক্ষায়।