রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র খুবই ব্যয়বহুল

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের খরচ ও এর বিদ্যুতের দাম তুলনামূলক অনেক বেশি।

সোমবার মন্ত্রিসভার বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এই বিদু্যৎকেন্দ্রে খরচ অনেক বেশি বলে মন্তব্য করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
অর্থমন্ত্রী বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র খুবই ব্যয়বহুল। প্রতিবেশি দেশ ভারতসহ অন্যান্য দেশের তুলনায় এর খরচ বেশি।

রূপপুরে এক হাজার মেগাওয়াট উৎপাদন ক্ষমতার পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করতে সমীক্ষাসহ এক হাজার ৩১৫ কোটি ৫০ লাখ ডলার বা প্রায় এক লাখ পাঁচ হাজার ২০০ কোটি টাকা খরচ হবে বলে বলা হয়েছে। আর প্রতি ইউনিট বিদ্যুতের দাম চার টাকার মধ্যে সীমিত থাকবে।

বৈঠকে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান এবং পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন। অন্য দেশের তুলনায় খরচ বেশি হবে না বলে তারা জানান।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র জন্য ‘স্টেট এক্সপোর্ট ক্রেডিট’ বিষয়ে খসড়া চুক্তি চূড়ান্ত করতে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধিদল গত ১৬ থেকে ২০ মে রাশিয়া সফর করেছেন। মন্ত্রীসভাকে সেই সফর বিষয়ে অবহিত করা হয়।