রূপপুর বিদ্যুৎকেন্দ্রে ২৩১ রাশিয়ানসহ ৩ হাজারের বেশি কর্মী করোনা আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক:
পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে (আরএনপিপি) কর্মরত ৩ হাজার বাংলাদেশী কর্মীসহ ২৩১ জন রাশিয়ান করোনায় আক্রান্ত। বিভিন্ন হাসপাতাল ও নিজ নিজ বাসায় আক্রান্তরা চিকিৎসা নিচ্ছেন।
এদিকে করোনা নিয়ন্ত্রণে বিদ্যুৎকেন্দ্রর কর্মীদের বিশেষ টিকা কর্মসূচি চালু করা হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান এই কার্যক্রম উদ্বোধন করেন।
টিকা না নিয়ে এলে নতুন বিদেশি কর্মীদের প্রকল্পে যোগ দিতে দেয়া হবে না বলে জানিয়েছেন মন্ত্রী। তিনি বলেন, রুশ নাগরিক ছাড়াও রূপপুর পারমাণবিক প্রকল্পে কর্মরত বাংলাদেশী প্রকৌশলী ও কর্মকর্তারা স্পুটনিক ভি রাশিয়ান টিকা নেবেন। দেশের মেগা প্রকল্পের শ্রমিকদের সুরক্ষার জন্য টিকা কার্যক্রম জোরদার করা হয়েছে। দ্রুততম সময়ে দেশের সব বড়প্রকল্পের শ্রমিক-কর্মচারীদের টিকা দেয়া হবে।
এসময় বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প পরিচালক ড. শওকত আকবর, রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশনের (রোসাটম) ভাইস প্রেসিডেন্ট আলেক্সি ডেইরিসহ অন্যরা উপস্থিত ছিলেন।
প্রকল্পে প্রায় ৩ হাজার ৬০০ রাশিয়ান কর্মী কাজ করছেন। এর মধ্যে দুই ধাপে এক হাজার ৩০০ জনকে রাশিয়ার তৈরি স্পুটনিক-ভি টিকা দেওয়া হয়েছে। টিকা গ্রহণকারীদের মধ্যে থেকেও ১০ জন আক্রান্ত।
রূপপুর বিদ্যুৎকেন্দ্রে প্রায় ২০ হাজার শ্রমিক কাজ করছেন। করোনা উপসর্গ থাকলেও চাকরি হারানোর ভয়ে অনেকে ছুটি নিচ্ছেন না।
এদিকে নির্মাণাধীন খুলনার দ্বৈত জ্বালানির ৩৩০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত ৮৫ জন চীনা নাগরিকের মধ্যে ৬৬ জন করোনা আক্রান্ত বলে জানা গেছে।