রূপপুর বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তায় কমিটি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিত ও এই প্রকল্পের কাজে সহযোগিতাসহ বিভিন্ন বিষয় তদারকিতে একটি কমিটি গঠন করেছে সরকার।

রাজশাহী বিভাগীয় কমিশনারকে আহ্বায়ক করে মন্ত্রিপরিষদ বিভাগ রোববার ১৩ সদস্যের একটি কমিটি গঠনের আদেশ দেয়।

ঈশ্বরদী উপজেলার নির্বাহী কর্মকর্তাকে কমিটির সদস্য সচিবের দায়িত্ব দেয়া হয়েছে।

রাজশাহী রেঞ্জের ডিআইজি, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের পরিচালক ছাড়াও পাবনা, কুষ্টিয়া ও নাটোরের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে কমিটির সদস্য করা হয়েছে।এছাড়া এই কমিটির সদস্য হিসেব আছে রূপপুর প্রকল্পের সাইট ইনচার্জ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিনিধি, পাবনার ঈশ্বরদী থানার ওসি।

কমিটিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ও আশেপােশর এলাকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতে প্রয়োজনীয় পরামর্শ দিতে বলা হয়েছে।

পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার সম্পর্কিত বিষয়ে জনগণের সচেতনতা সৃষ্টি এবং এ বিষয়ে জনমত গঠনেও কাজ করবে এই কমিটি।

এই কমিটিকে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা ও উন্নয়ন সংশ্লিষ্ট বিষয় জেলা ও বিভাগীয় আইনশৃঙ্খলা কমিটি এবং জেলা ও বিভাগীয় উন্নয়ন সমন্বয় কমিটির সভায় নিয়মিত আলোচনা করতে হবে।

আদেশ অনুযায়ী কমিটিকে প্রকল্পটির নির্মাণ ও বাস্তবায়নের কার্যক্রম তদারকিকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনকে সহায়তা করবে হবে।

প্রকল্পের মালামাল ও ভারী যন্ত্রপাতি পরিবহনে নৌ, রেল ও সড়কপথ মেরামত এবং সংস্কারের জন্য স্থানীয় পর্যায়ে উদ্যোগও নিতে হবে এই কমিটিকে।

স্থানীয়ভাবে ‘নিউক্লিয়ার সেফটি ও সিকিউরিটি কালচার’ গড়ে তুলতে জনসম্পৃক্ততা ও জনসচেতনতা বৃদ্ধিরও উদ্যোগ নেবে এই কমিটি।