রূপপুর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে সমর্থন আছে আ’লীগ, বিএনপির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে শুধু আওয়ামী লীগই নয়, বিএনপিরও সমর্থন আছে। এমনটাই জানিয়েছেন ঢাকায় রাশিয়ার বিদায়ী রাষ্ট্রদূত অ্যালেক্সান্ডার এ নিকোলায়েভ।

রোববার জাতীয় প্রেসক্লাবে কূটনৈতিক রিপোর্টারদের সংগঠন-ডিক্যাবের আলোচনায় তিনি এ কথা বলেন। নিকোলায়েভ বলেন, রূপপুর পারমাণবিক কেন্দ্র নির্মাণে দুই দলের এক হওয়ায় তিনি সন্তুষ্ট। এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ বাংলাদেশ-রাশিয়ার সম্পর্কে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করেন বিদায়ী রাষ্ট্রদূত। এছাড়া বর্তমান সরকারের আমলে দু’দেশের সম্পর্ককে চমৎকার উল্লেখ করে তিনি বলেন, সামনের দিনগুলোতেও এই সম্পর্ক আরও দৃঢ় হবে।