রূপপুর বিদ্যুৎ: গ্রিণসিটির প্রকল্প পরিচালক প্রত্যাহার

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের গ্রিন সিটি আবাসনের আসবাবপত্র কেনাকাটায় অনিয়মের ঘটনায় প্রকল্প পরিচালক ও পাবনা জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুদুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে।

বুধবার গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. শাহাদাৎ হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এনিয়ে গঠন করা তদন্ত কমিটি দ্রুত প্রতিবেদন জমা দিতে কাজ করছে বলে জানা গেছে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীদের বসবাসের জন্য নির্মিত গ্রিন সিটিতে আসবাবপত্র ও অন্যান্য জিনিস ক্রয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে।