রেকর্ড ঋণ নিয়েছে বিশ্বের শীর্ষ তেল কোম্পানিগুলো

অস্বাভাবিক নিম্নসুদের সুবিধা কাজে লাগাতে ২০১৫ সালের প্রথম দুই মাসে রেকর্ড ৩১ বিলিয়ন ডলার ঋণ নিয়েছে বিশ্বের শীর্ষ তেল কোম্পানিগুলো। মরগান স্ট্যানলির গবেষণা অনুসারে, ব্যবসা সম্প্রসারণ ও অধিগ্রহণ, অধিক লভ্যাংশ ও শক্তিশালী উদ্বৃত্তপত্রের জন্য তহবিল বাড়াতে এ বিপুল অর্থ নিচ্ছে কোম্পানিগুলো। খবর রয়টার্স।
যুক্তরাষ্ট্রভিত্তিক বিনিয়োগ ব্যাংকটি সম্প্রতি জানিয়েছে, গত জানুয়ারি ও ফেব্রুয়ারি মিলিয়ে বিশ্বের তেল-গ্যাস খাত ৬৩ বিলিয়ন ডলার ঋণ নিয়েছে। এক্সন মবিল, শেভরন, ব্রিটিশ পেট্রোলিয়াম (বিপি), টোটাল ও স্ট্যাটঅয়েলের মতো পশ্চিমা কোম্পানিগুলোই নিয়েছে এর ৪৮ শতাংশ।
চলতি বছরের প্রথম দুই মাসে মার্কিন এক্সন মবিল একাই ৮০০ কোটি ডলারের ঋণ ইস্যু করেছে। ফরাসি টোটাল, যুক্তরাজ্যভিত্তিক বিপি ও মার্কিন শেভরন প্রত্যেকেই ৬০০ কোটি ডলার করে ঋণ নিয়েছে বাজার থেকে।
এর আগে পশ্চিমা তেল কোম্পানিগুলো ২০০৯ সালের প্রথম তিন মাসে রেকর্ড সর্বোচ্চ ২৮ বিলিয়ন ডলার ঋণ নেয়। এবার দুই মাসেই অঙ্কটি ৩১ বিলিয়ন ডলারে উন্নীত হয়।
গত জুলাইয়ের পর থেকে আন্তর্জাতিক বাজারে অর্ধেকে নেমে এসেছে অপরিশোধিত তেলের দর। রাজস্ব কমে যাওয়ায় লভ্যাংশ ও উদ্বৃত্তপত্র অক্ষুণ্ন রাখতে অনেক কোম্পানি বিনিয়োগ পরিকল্পনা প্রত্যাহার, গৌণ সম্পদ বিক্রির মতো সংকোচনমূলক সিদ্ধান্ত নিলেও বৈশ্বিক তেল জায়ান্টদের বেশির ভাগই সহজ ঋণের সদ্ব্যবহারকে যৌক্তিক মনে করেছে।
মরগান স্ট্যানলির বিশ্লেষকদের অনুমান, চলতি বছরের দ্বিতীয়ার্ধ থেকেই অধিগ্রহণের হার বাড়তে শুরু করবে বৈশ্বিক তেল-গ্যাস খাতে, যার প্রস্তুতি নিতেও ঋণ গ্রহণ বাড়ছে।