রেকর্ড বিদ্যুৎ উৎপাদন
নিজস্ব প্রতিবেদক:
দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হয়েছে। রাত নয়টায় ১৪ হাজার ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের এই রেকর্ড হয়েছে। এর আগে গতবছর ১৬ই এপ্রিল ১৪ হাজার ৭৮২ মেগাওয়াট উৎপাদনের এ রেকর্ড ছিল।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছে, বিদ্যুৎ উৎপাদনে যথাযথ গ্যাস পাওয়া এবং চাহিদা বেশি থাকায় এই উৎপাদন সম্ভব হয়েছে। দেশে চলতে থাকা তাপদাহের কারণে বিদ্যুতের চাহিদা বেশি। তারপরও দেশের কোথাও লোডশেডিং ছিল না বলে জানিয়েছে পিডিবি।