রেকর্ড ১৪ হাজার ১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন

নিজস্ব প্রতিবেদক:
দেশে রেকর্ড ১৪ হাজার ১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।
বৃহস্পতিবার রাত ৯টায় এই পরিমান বিদ্যুৎ উৎপাদন হয়। একসাথে এই পরিমান বিদ্যুৎ এর আগে আর হয়নি।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) জনসংযোগ বিভাগের পরিচালক সাইফুল ইসলাম চৌধুরী এনার্জি বাংলাকে এতথ্য জানান। এর আগে গত বছর ২৭শে এপ্রিল সর্বোচ্চ ১৩ হাজার ৭৯২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছিল।
বিদ্যুৎ উৎপাদনে গ্যাস ও তেল সরবরাহ বাড়ানো হয়েছে। ফলে সক্ষমতার অধিকংশই উৎপাদন করা গেছে।
পিডিবির তথ্য অনুযায়ি, এই সময় দেশের কোথাও লোডশেডিং ছিল না। যদি কোথাও বিদ্যুৎ না থেকে থাকে তবে তা এলাকাভিত্তিক কোন সমস্যার কারণে।