লতিফ খান আইপিপিএ এর প্রেসিডেন্ট হলেন

বেসরকারী খাতে বিদ্যুৎ উৎপাদকদের সংগঠন ‌বাংলাদেশ ইনডিপেনডেন্ট পাওয়ার প্রোডিউসারস্ এসোসিয়েশন (বিআইপিপিএ)’ –এর নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সামিট পাওয়ার লি. –এর ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ লতিফ খান।
সোমবার সন্ধ্যায় এসোসিয়েশনের কার্যালয়ে বোর্ড অফ ডিরেক্টরস্ – এর সদস্যদের সরাসরি ভোটে আগামী দু’বছরের জন্য তাঁকে নির্বাচিত করা হয়। এছাড়াও ভাইস-প্রেসিডেন্টের তিনটি পদে নির্বাচিত হয়েছেন কে.এম. রেজাউল হাসনাত, ফিরোজ আলম এবং গোলাম রাব্বানী চৌধুরী। পরিচালক পদে নির্বাচিত হয়েছেন সাত জন সদস্য।
দেশের ৩৪ টি বেসরকারী বিদ্যুৎ প্রকল্পের (আইপিপি) উদ্দোক্তাদের নিয়ে এ বছরের জুনে সংগঠনটি গড়ে উঠে।
বিআইপিপিএ তাদের বিনিয়োগ, উৎপাদন ও ব্যবসায় এর নিশ্চয়তা, প্রসার, প্রতিনিধিত্ব ও সুরক্ষার জন্য কাজ করবে। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় বিদ্যুতের মত অতি-আবশ্যকীয় সেবার নিরবিচ্ছিন্ন উৎপাদন ও  সরবরাহে প্রতিজ্ঞাবদ্ধ।
সংগঠনের নতুন নির্বাচিত প্রেসডেন্ট মোহাম্মদ লতিফ খান- ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসনে স্নাতক ডিগ্রী নিয়েছেন। পরে যুক্তরাষ্ট্রে উচ্চতর পড়াশোনা শেষ করে দীর্ঘ পনের বছর অর্থনৈতিক খাতে কাজ করেন। এসময় তিনি প্রুডেন্টশিয়াল ইনসুর‍্যান্স অফ আমেরিকা, ওয়েলস্ ফারগো ব্যাংক ইন ক্যালিফোর্নিয়াতে কাজের  অভিজ্ঞতা অর্জন করেন। ১৯৯৭ সালে দেশে ফিরে সামিট গ্রুপে যোগ দেন পরিচালক হিসেবে।

নতুন কমিটির পুরো তালিকা:

মো. লতিফ খান সভাপতি ভাইস প্রেসিডেন্ট সামিট নারায়নগঞ্জ পাওয়ার লি.
কে এম রেজাউল হাসানাত সহসভাপতি চেয়ারম্যান মিডল্যাণ্ড পাওয়ার লি.
ফিরোজ আলম সহসভাপতি, ব্যবস্থাপনা পরিচালক শাহজিবাজার পাওয়ার লি.
গোলাম রব্বানি চৌধুরী সহসভাপতি, ব্যবস্থাপনা পরিচালক বরকতুল্লাহ ইলেক্ট্র ডায়নামিক লি.
আনিসুল হক, পরিচালক, চেয়ারম্যান দেশ এনার্জি
কে এম আহসান শামিম পরিচালক, পরিচালক ইউনাইটেড পাওয়ার জেনারেশন এণ্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লি.
মো. মামুন হায়দার পরিচালক, পরিচালক সিনহা পাওয়ার জেনারেশন কোম্পানি লি.
অনিমেষ কুণ্ডু পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক কোয়ান্টাম পাওয়ার সিস্টেম লি.
সালমান ওবায়দুল করিম পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক ডাচ বাংলা পাওয়ার এণ্ড এসোসিয়েটস লি.
লে, জে. আব্দুল ওয়াদুদ পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক সামিট পাওয়ার লি.
মোয়াজ্জেম হোসেন পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক এনার্জি প্রিমা লি.