লাউয়াছড়ায় রেললাইনের দুইপাশের গাছ না কাটার সিদ্ধান্ত
লাউয়াছড়ায় জাতীয় উদ্যান এলাকায় রেললাইনের দুইপাশের ২৫ হাজার গাছ না কাটার সিদ্ধান্ত হয়েছে। তবে রেলযাত্রীদের জন্য ঝুঁকিপূর্ণ মনে হলে তবেই তা কাটা হবে, তা ছাড়া নয়।
বৃহস্পতিবার পরিবেশ ও বন মন্ত্রণালয় এবং রেলওয়ে মন্ত্রণালয়ের যৌথ বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
সচিবালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে রেল মন্ত্রণালয়ের সচিব মো. ফিরোজ সালাউদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. কামরুল হাসান, বন বিভাগের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দে, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হক, রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী মো. আরমান হোসেন প্রমুখ।
বৈঠকে সিদ্ধান্ত হয়, লাউয়াছড়া জাতীয় উদ্যানের গাছ গণহারে কাটা যাবে না। রেল বিভাগের চিঠিতে দুর্ঘটনা এড়াতে লাইনের লাউয়াছড়া জাতীয় উদ্যানে রেললাইনের দুই পাশের ৫০ ফুট করে গাছ কাটার যে প্রস্তাব দেয়া হয়েছিল, তা বাতিল করা হয়েছে।
বলা হয়, রেললাইনের পাশে কোনো গাছ ঝুঁকিপূর্ণ মনে হলে সংশ্লিষ্ট বিভাগের প্রতিনিধিরা জরিপ করে এসব গাছ অপসারণ করবেন। এ জন্য রেলওয়ে ও বন বিভাগের প্রতিনিধি এবং কমলগঞ্জের ইউএনও কিংবা তার প্রতিনিধি হিসেবে সহকারী কমিশনারকে (ভূমি) তিন সদস্য করে কমিটি গঠন করা হয়েছে।
৯ এপ্রিল রেলওয়ের পক্ষ থেকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর রেললাইনের দুই পাশের গাছ কাটতে বন বিভাগের বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে চিঠি দেয়া হয়। এরপর পরিবেশবাদী সংগঠন ও পরিবেশকর্মীরা লাউয়াছড়া জাতীয় উদ্যান রক্ষায় স্মারকলিপি পেশ, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে।