লু্ব্রিকেশন সমাধানে দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে তুলেছে শেল
বিশ্বের জ্বালানি ও বিদ্যুৎ খাতে ওয়ার্টসিলা এর পাওয়ার ইঞ্জিনগুলোর জন্য লু্িব্রকেশন সমাধান দিয়ে দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে তুলেছে শেল।
সম্প্রতি ঢাকায় র্যাঙ্গস গ্র“প এর অঙ্গ প্রতিষ্ঠান র্যাঙ্কস পেট্রোলিয়াম জ্বালানি ও বিদ্যুৎ খাত নিয়ে এক সম্মেলন করে। এতে শেল পাওয়ার সেক্টরের গ্লোবাল অ্যাকাউন্ট ম্যানেজার হিলমার ভ্যান ডেন ডুল, শেল গ্লোবাল সলিউশনের গ্লোবাল অ্যাপ্লিকেশন স্পেশালিস্ট প্রবীণ নাগপাল, এমডি মার্কেট বিজনেস ম্যানেজার সঞ্জয় বকশি, শেল লুব্রিকেন্টস এর চ্যানেল ম্যানেজার সুমিত আরোরা, র্যাঙ্কস পেট্রোলিয়াম লিমিটেডের ভাইস চেয়ারম্যান রোমো রউফ চৌধুরীসহ শেল এর উর্ধ্বতন কর্মকর্তা, আইপিপিগুলোর প্রতিনিধি এবং ওয়ার্টসিলা বাংলাদেশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশের শক্তি খাতে ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রোডিউসারগুলোর (আইপিপি) বিদ্যুৎ চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ওয়ার্টসিলা। এই সব আইপিপিগুলোয় ওয়ার্টসিলার ২৪০০ মেগাওয়াট ধারন ক্ষমতার সরঞ্জাম ব্যবহƒত হচ্ছে। প্রসঙ্গত, র্যাঙ্কস পেট্রোলিয়াম বিশ্বের ১ নাম্বার ইঞ্জিন অয়েল ব্র্যান্ড শেল লুব্রিকেন্টস এর বাংলাদেশের একমাত্র পরিবেশক।