ভূমিকম্পে কেঁপে উঠেছে চীনের দক্ষিণ-পূর্বাঞ্চল
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে চীনের দক্ষিণ-পূর্বাঞ্চল। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬.১। রোববার স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় এ কম্পন অনুভূত হয়। রোববার সন্ধ্যা পর্যন্ত ১৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
আহত হয়েছে অন্তত ১৩০০ জন, নিখোঁজ রয়েছে ১৮০ জন। এছাড়া ভুমিকম্পের কারণে প্রায় ১২ হাজার বাড়ি বিধ্বস্ত হয়েছে। আহত-নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই খবর জানিয়েছে।গত ১৪ বছরের মধ্যে ওই অঞ্চলে এটাই সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প বলে জানিয়েছে সংবাদমাধ্যম।