শিক্ষা প্রতিষ্ঠানের ছাদে সৌর বিদ্যুৎ: ফেব্রুয়ারির মধ্যে করতে সমঝোতা সই
নিজস্ব প্রতিবেদক, ঢাকা (মঙ্গলবার, ২১শে অক্টোবর ২০২৫):
আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাদে সৌর বিদ্যুৎ স্থাপন করা হবে।
উৎপাদিত বিদ্যুৎ নিজেরা ব্যবহার করবে। উদ্বৃত্ত অংশ সরবরাহ করবে জাতীয় গ্রিডে।
মঙ্গলবার বিদ্যুৎ ভবনে এবিষয়ে সমঝোতা সই হয়েছে।
এই প্রকল্পের আওতায় ক এবং খ শ্রেণিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে দুই থেকে তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
বিদ্যুৎ বিভাগের সাথে স্বাস্থ্য সেবা বিভাগ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং মহিলা ও পরিবার কল্যাণ বিভাগ সমঝোতা স্বারক সই করছেন। স্ব স্ব বিভাগের সচিবরা এতে সই করেন।
চুক্তি সই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ড. ফাওজুল কবির খান। তিনি বলেন, ফেব্রুয়ারির মধ্যে বিদ্যুৎ গ্রিডে আনতে হবে। যেসব বিতরণ কোম্পানি পারবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
দেশে খ শ্রেণির ৪৬ হাজার ৮৫৪টি প্রতিষ্ঠানের ছাদে ৩০৮ বর্গফুট জায়গা রয়েছে। এসব ছাদে ১ হাজার ৪৫১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। ইতোমধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে, ডিসেম্বরের আগেই প্রকল্প বাস্তবায়ন শুরু হবে।
অনুষ্ঠানে বলা হয়, জাতীয় রুফটপ সোলার কর্মসূচির আওতায় খ শ্রেণীর শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্য স্থাপনা: স্কুল, কলেজ, মাদ্রাসা ও হাসপাতালে ওপেক্স মডেলে বিনিয়োগ করা হবে । যেখানে প্রতিষ্ঠানগুলোর কোনও ব্যয় বহন করতে হবে না। এতে, প্রতিষ্ঠানগুলোর বিদ্যুৎ বিল সাশ্রয় হবে।
বিদ্যুৎ বিভাগের সচিব ফারজানা মমতাজ বলেন, দরপত্র আহ্বান করা হচ্ছে। দরদাতারা বিনিয়োগ করবে। যারা কম দরে বিদ্যুৎ দেওয়ার প্রস্তাব করবে তাদের প্রস্তাব গ্রহণ করা হবে। দরদাতাকে অর্থায়ন করবে বাণিজ্যিক ব্যাংক ও বিভিন্ন অর্থায়নকারী প্রতিষ্ঠান। গ্রিন ফাইন্যান্স তহবিলের আওতায় কম সুদে ঋণ পাওয়ার বিষয়ে বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে আলাপ হয়েছে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান রেজাউল করিমসহ অন্যরা এতে বক্তব্য রাখেন।