শিগগিরই হচ্ছে ছাদের সৌর বিদ্যুতের নীতিমালা
শিগগিরই সৌর বিদ্যুৎ উৎপাদন সংক্রান্ত ‘সোলার রুফটপ নেট মিটারিং গাইড লাইন’ চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ সচিব ড. আহমদ কায়কাউস।
তিনি বলেন, ‘আগামি এক মাসের মধ্যে সৌর বিদ্যুৎ উৎপাদন সংক্রান্ত সোলার রুফটপ নেট মিটারিং গাইড লাইন চূড়ান্ত করা হবে। এরই মধ্যে মতামতের জন্য এ সংক্রান্ত খসড়া মন্ত্রনালয়ের সংশ্লিষ্ট সংস্থাগুলোর ওয়েবসাইটে দেওয়া হয়েছে’।
বৃহস্পতিবার বিকালে রাজধানীতে বিদ্যুৎ ভবনের বিজয় হলে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সদস্য রহমান মোরশেদ, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান খালেদ মাহমুদ, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মইনুদ্দিন, বক্তব্য রাখেন।
সভায় বক্তারা দেশের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা পূরণে পরিবেশ বান্ধব উৎস ‘সৌর বিদ্যুৎ’ প্রাপ্তি জনগণের জন্য আরও সহজলভ্য করার উপর গুরুত্বারোপ করেন।
তারা সৌর বিদ্যুৎ প্রাপ্তি সহজ করার লক্ষ্যে আবাসিক, বানিজ্যক ও শিল্প ভবনগুলোর ছাদে ‘সোলার রুফটপ’ সংক্রান্ত মতামত তুলে ধরেন। তারা সৌর বিদ্যুৎ উপাদন ও সঞ্চালন সংক্রান্ত কাঠামো ও নীতিমালা চুড়ান্ত করার উপর গূরুত্বারোপ করেন।