শিল্পাঞ্চলে ২৪ ঘণ্টা বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ করা হবে: তৌফিক ই ইলাহী

দেশের শিল্প খাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহে ঘাটতি অল্প দিনের মধ্যেই কেটে যাবে।
মঙ্গলবার হংকংয়ের রিটজ কার্লটনে দিনব্যাপী অনুষ্ঠিত চতুর্থ বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে প্রধানমন্ত্রীর জ্বালানি-বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী এ কথা বলেন।
তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, শিল্পাঞ্চলগুলোয় একধরনের বলয় সৃষ্টির পরিকল্পনা করছে সরকার। এর আওতায় এসব এলাকায় ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের ব্যবস্থা করা হবে। এক অথবা দুই বছরের মধ্যেই এই নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে।
‌তিনি বলেন, বাংলাদেশ দরিদ্র দেশ এবং এখানে শক্তির সঞ্চয় জরুরি। এখানে কার্বন-ডাই অক্সাইড নিঃসরণের পরিমাণ বছরে মাত্র দশমিক ৪ মেট্রিক টন, যেখানে উন্নত দেশে এ গ্যাসের নিঃসরণ ২০ মেট্রিক টন পর্যন্ত হয়ে থাকে। এ সত্ত্বেও বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সৌরশক্তির ব্যবহার উৎসাহিত করা হচ্ছে। দেশের ৪০ লাখ পরিবারে এখন সৌরশক্তিতে আলো জ্বলে।