শিল্পে গ্যাস উন্মুক্ত, বাণিজ্যিক ও সিএনজিতে বন্ধ: উপদেষ্টা কমিটি বাতিল
শিল্পে গ্যাস দিতে উপদেষ্টা কমিটি বাতিল করা হয়েছে। এখন থেকে শিল্পে গ্যাস নিতে সরাসরি আবেদন করা যাবে।
সম্প্রতি জ্বালানি ও খনিজ বিভাগ থেকে এবিষয়ে আদেশ জারি করা হয়েছে্। এতে আবাসিক গ্যাস সংযোগ আগের মতই বন্ধ রাখা হয়েছে।
আদেশে বলা হয়েছে, বাণিজ্যিক ও সিএনজি স্টেশনে নতুন গ্যাস সংযোগ দেয়া হবে না। শিল্প, বিদ্যুৎকেন্দ্র ও সারকারখানায় অগ্রাধিকারভিত্তিতে গ্যাস দেয়া হবে।
বোতল গ্যাস এখন সব জায়গাতে পাওয়া যায় বলে আবাসিকে সংযোগ উন্মুক্ত করা হয়নি।
সংশ্লিষ্ঠ সূত্রে জানা গেছে, শিল্পে গ্যাস উন্মুক্ত করা হলেও, শিল্পের নিজস্ব বিদ্যুৎকেন্দ্রে (ক্যাপটিভ) গ্যান না দেয়ার সুপারিশ করা হয়েছে।
শিল্প গ্যাস নিতে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টার নেতৃত্বাধীন কমিটির অনুমোদন লাগতো। এখন থেকে ঐ কমিটির আর অনুমোদন লাগবে না। সরাসরি সরবরাহ কোম্পানিতে আবেদন করে গ্যাস নিতে পারবে।
সরকারি ও বেসরকারিভাবে গ্যাস আমদানি করা হচ্ছে। এতে চাহিদা অনুযায়ি গ্যাস সরবরাহ করা যাচ্ছে। তাই শিল্পে গ্যাস দেয়ার বিধিনিষেধ তুলে দেয়া হয়েছে। সরকারিভাবে ৫০ কোটি ও বেসরকারিভাবে ৫০ কোটি ঘনফুট গ্যাস আমদানি শুরু করা হয়েছে।
২০০৯ সালের ২১ জুলাই থেকে শিল্প এবং ২০১০ সালের ১৩ই জুলাই থেকে আবাসিকে গ্যাস সংযোগ বন্ধ করা হয়। তবে এরপরে উপদেষ্টা কমিটির বিশেষ বিবেচনায় প্রায় ৩০০ শিল্পে গ্যাস দেয়ার অনুমোদন দেয়া হয়।