শিল্পে গ্যাস দেয়ার নিশ্চয়তা দিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
শিল্পে গ্যাস দেয়ার নিশ্চয়তা দিলেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক ই ইলাহী চৌধুরী বীর বিক্রম।
জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস উপলক্ষে আজ বৃহষ্পতিবার পেট্রোসেন্টারে অনুষ্ঠিত আলোচনায় তিনি এই নিশ্চয়তা দেন।
জ্বালানি সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম এতে সভাপতিত্ব করেন। বিপিসি’র চেয়ারম্যান আকরাম আল হোসেন, পেট্রোবাংলার চেয়ারম্যান আবুল মনসুর মো. ফায়জুল্লাহ বক্তব্য দেন।
উপদেষ্টা বলেন, বিদ্যুৎ দেয়ার নিশ্চয়তা দিয়েছিলাম বিদ্যুৎ দিয়েছি। এখন গ্যাস দেবার নিশ্চয়তা দিচ্ছি, গ্যাসও দেব । তিনি বলেন, আগামী বছরের মধ্যে ১৫০ কোটি ঘনফুট গ্যাস (এলএনজি) আমদানি করা হবে। এতে ঘাটতি মিটবে। জ্বালানি উপদেষ্টা বলেন, ভোলার গ্যাস আনতে পাইপ লাইন করার জন্য জরিপ হচ্ছে। আর ছাতকের গ্যাস তোলার জন্য আইনি জটিলতা কাটানোর চেষ্টা চলছে।
জ্বালানি সচিব বলেন, শিল্পে জ্বালানি সরবরাহ জরুরি। এজন্য আবাসিকের চেয়ে শিল্পে গ্যাস বাড়ানো হচ্ছে। এলপিজির দাম কমানোর চিন্তা করা হচ্ছে।
বিপিসি চেয়ারম্যান বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়ায় প্রতিদিন কোটি টাকা লোকসান হচ্ছে।
পেট্রোবাংলা চেয়ারম্যান বলন, জ্বালনি নিরাপত্তা নিশ্চিত করতে সাগরে এবং স্থলভাগে নতুন উদ্যোমে কাজ করা হচ্ছে।