শেভরণের গ্যাসক্ষেত্র কিনবে পেট্রোবাংলা
শেভরণ পরিচালিত তিনটা গ্যাসক্ষেত্র কিনে নিতে যাচ্ছে সরকার।
জ্বালানি সচিব নাজিমউদ্দিন চৌধুরি একথা জানান।
বুধবার জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবসের সেমিনারে তিনি একথা জানান।
সচিব বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সাহসিক পদক্ষেপের কারণে বাংলাদেশ খুবই কম দামে ৫টি গ্যাসক্ষেত্র কিনতে পেরেছিলেন। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসিকতার কারণে দেশের তিনটি বড় গ্যাসক্ষেত্র কেনার বিষয়ে উদ্যোগ নেয়া হয়েছে।