শেভরন, এক্সিলারেট এনার্জির বকেয়া শোধ: যুক্তরাষ্ট্রের শুল্ক কমবে আশা অর্থ উপদেষ্টার 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা (২৩শে জূলাই ২০২৫):

শুল্ক কমানোর আশায় যুক্তরাষ্ট্র থেকে বেশি করে গম আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে দাম বেশি পরলেও আরোপিত শুল্ক কমাতে সহায়ক হবে বলে মনে করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বুধবার সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত এবং সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের উপদেষ্টা এতথ্য জানান।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের শেভরন, এক্সিলারেট এনার্জি, মেটলাইফের কতগুলো বকেয়া পরিশোধ করে দেয়া হয়েছে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, এতে বাংলাদেশের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করে ইউএস চেম্বার  চিঠি দিয়েছে।

উপদেষ্টা আরও বলেন, যুক্তরাষ্ট্র থেকে গম আমদানিতে দাম কিছুটা বাড়বে তবে এতে তাদের আরোপ করা শুল্ক কমানোর দরকষাকষিতে কাজে লাগবে। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পণ্যের শুল্ক কমবে বলে আশা করছেন অর্থ উপদেষ্টা।

যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক কার্যকরের আর আট দিন বাকি, এ কথা তুলে ধরে অর্থ উপদেষ্টা বলেন, আগামী ১লা আগস্টের আগেই বাণিজ্য উপদেষ্টা সেখানে যাবেন। যুক্তরাষ্ট্রে আমাদের ভালো ইমেজ আছে।

যুক্তরাষ্ট্র থেকে গম আনার জন্য অনুমোদন দেওয়া বিষয়ে উপদেষ্টা বলেন, এর যুক্তি হচ্ছে, আমরা একটু ভিন্নতা আনতে চাচ্ছি। অনেক সময় রাশিয়ান ব্লক কিংবা ইউক্রেইন ব্লকে একটা অনিশ্চয়তা দেখা গেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে এখন আমাদের আমদানি বাড়ানোর আলোচনা চলছে।

দাম তুলনামূলক বেশি কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন, দাম একটু বেশি হলেও প্রোটিনও কিছুটা বেশি। আর দরকষাকষিতে এটা কাজে লাগবে।

যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার জন্য লবিস্ট নিয়োগ করা হবে কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন, এই ক্ষেত্রে লবিস্ট নিয়োগের প্রসঙ্গ নেই। কারণ, লম্বা সময় নিয়ে কোনো দর কষাকষির ক্ষেত্রে এ ধরনের লবিস্ট নিয়োগ করা হয়। এখানে যা করতে হবে দ্রুত করতে হবে। ওরা (লবিস্ট) তো ঢুকতেই পারবে না ওই অফিসের কাছাকাছি, দর কষাকষি তো দূরের কথা।

বৈঠকে যুক্তরাষ্ট্র থেকে গম, রাশিয়াসহ বিভিন্ন দেশ থেকে সার, এলএনজি ও মসুর ডাল কেনার অনুমোদন দেয়া হয়।

যুক্তরাষ্ট্র থেকে ২৫ লাখ টন গম আমদানি করা হবে।