শেভরন বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট নীল মেনজিস
শেভরন বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট হলেন নীল মেনজিস। রোববার তিনি এই দায়িত্ব নেন। এর আগে তিনি শেভরনের ইউরেশিয়ান বিজনেস বিভাগের উপ-ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।
শেভরন বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট কেভিন লিওনের স্থলাভিষিক্ত হয়েছেন নীল। কেভিন ২০১৫ সালের ১লা জানুয়ারি থেকে এই পদে ছিলেন। তাকে বর্তমানে শেভরনের ইউরেশিয়ান বিজনেস বিভাগের বিশেষ উপদেষ্টা করা হয়েছে।
নীল বলেন, বাংলাদেশে যারা আছেন তাদের সাথে নিয়ে পৃথিবীর সেরা কাজ করার চেষ্টা করব। বাংলাদেশের উন্নয়নে শেভরণ আগে যেভাবে কাজ করে এসেছে এখনও তা অব্যাহত থাকবে।
শেভরণ বাংলাদেশে সবচেয়ে বেশি বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠান। দেশের প্রায় অর্ধেক গ্যাস উত্তোলন করে শেভরণ।