শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিভিন্ন কোম্পানির কর্মকর্তারা।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তারা।
জাতীয় শোক দিবস এবং জাতির পিতার ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড (বিআইএফপিসিএল) এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার কাজী আবছার উদ্দিন আহমেদ, এমআইডি, বিদ্যুৎ ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।