শ্যালা নদীতে আবারও কার্গো ডুবিতে বাপার উদ্বেগ
সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)সুন্দরবনের শ্যালা নদীতে আবারও কয়লাসহ একটি কার্গো জাহাজ ডুবে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করছে।
রোব্বার সংগঠন দু’টির পক্ষ এক বিবৃতিতে সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-এর সাধারণ সম্পাদক ডা. আব্দুল মতিন এ উদ্বেগ ও শঙ্কা প্রকাশ করেন।
ডা. মতিন বলেন, ২ বছরের মধ্যে সুন্দরবনে এ ধরনের দুর্ঘটনা চতুর্থবারের মতো ঘটল। এর আগে পশুর নদীতে কয়লাবাহী জাহাজ, ভোলা নদীতে সারবাহী জাহাজ ও শ্যালা নদীতে তেলবাহী ট্যাংকার ডুবে যায়। কিন্তু কখনোই প্রশাসনকে যথাযথ ভূমিকা পালনে তৎপর দেখা যায়নি। তিনি বলেন, উদ্ধার কাজে ধীর গতি এবং ব্যর্থতা পরিলক্ষিত হয়েছে। বার বার এই ধরনের দুর্ঘটনা সুন্দরবনের প্রাণ-প্রকৃতিকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। ডা. মতিন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনাকে উপেক্ষা করে শ্যালা নদীকে নৌ-রুট হিসেবে ব্যবহার করে ঝুঁকিপূর্ণ পণ্য পরিবহন অব্যাহত রয়েছে।
তারা বলেন, সুন্দরবনের মতো অমূল্য সম্পদ রক্ষা জাতীয় কর্তব্য। এ লক্ষ্যে দ্রুত উদ্ধার কাজ শেষ করা ও দুর্ঘটনার জন্য দোষীদের বিচারের আওতায় নিয়ে আসার আহ্বান জানান তারা।