শ্যালা নদী দিয়ে নৌযান চলাচল শুরু
২৬ দিন পর সুন্দরবনের শ্যালা নদী দিয়ে আবারও নৌযান চলাচল শুরু হয়েছে। সরকারের তরফ থেকে এই পথে নৌযান চলাচলের অনুমতি দেওয়ার পর বুধবার চার শতাধিক নৌযান বনের ভেতর দিয়ে মংলা বন্দরে যায়।
গত ৯ ডিসেম্বর শ্যালা নদীতে তেল বিপর্যয়ের ঘটনায় সোয়া তিন লাখ লিটার তেল বনের মধ্যে ছড়িয়ে পড়ে। ১১ ডিসেম্বর এই পথটি বন্ধ করা হয়।
গত মঙ্গলবার নৌপরিবহন মন্ত্রণালয়ের অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় সভায় কোস্টগার্ড ও বিআইডব্লিউটিএর তত্ত্বাবধানে নিয়ন্ত্রিতভাবে নৌযান চলাচল করবে বলা হয়েছিল। কিন্তু শ্যালা নদীতে জাহাজ চলাচলের এলাকায় গিয়ে কোস্টগার্ডের কোনো তৎপরতা চোখে পড়েনি। বন বিভাগ থেকে নদীতে মাইকিং করে সাবধানে, ধীরে ও সারিবদ্ধভাবে নৌযান চলাচলের জন্য বলা হয়। কিন্তু শত শত জাহাজের বিকট শব্দে বন বিভাগের ওই মাইকিং ধামাচাপা পড়ে যেতে দেখা যায়।
১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত এ শ্যালা নদীর পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করে জাহাজ চলাচলের ক্ষেত্রে অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কোনো তৎপরতাও চোখে পড়েনি। তবে এর মধ্যে তেলবাহী কোনো কার্গো এ পথ দিয়ে চলাচল করেনি।
নৌযান চলাচলের অনুমতি দেওয়ার আগে মংলা, খুলনা, শরণখোলা, কাউখালী ও আশপাশের এলাকায় পাঁচ শতাধিক জাহাজ অবস্থান করছিল। জাহাজগুলোতে সার, জ্বালানি তেল, লবণ ও সিমেন্টের কাঁচামাল ছিল বলে শ্রমিকদের সূত্রে জানা যায়।