সংকটাপন্ন নদীগুলোকে বাঁচাতে হবে: পানি সম্পদ উপদেষ্টা 

oplus_2

সংবাদ বিজ্ঞপ্তি, ঢাকা (বুধবার, ২৩শে জুলাই ২০২৫):

দেশের বিভিন্ন প্রান্তে থাকা সংকটাপন্ন নদীগুলোকে আমাদের বাঁচাতে হবে বলে জানিয়েছেন পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এজন্য তিনি নদী গবেষণা ইনস্টিটিউটকে দেশের বিভিন্ন প্রান্তে থাকা সংকটাপন্ন নদীগুলোর তালিকা প্রণয়নের নির্দেশ দেন

উপদেষ্টা বুধবার ঢাকায় পানি ভবনের সম্মেলন কক্ষে নদী গবেষণা ইন্সটিটিউটের পরিচালনা বোর্ডের ৫৬ তম বোর্ড সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন।

উপদেষ্টা রিজওয়ানা হাসান আরও বলেন, যেসব নদীগুলো পলি পড়ে মরে যাচ্ছে, যেগুলোকে আমরা বাঁচাতে পারবো নদী রক্ষা কমিশনকে সাথে নিয়ে সেগুলোর তালিকা করতে হবে।
সংকটাপন্ন যে নদীগুলোকে বাঁচানো যাবে সেগুলোর জন্য নদী গবেষণা ইনস্টিটিউটকে একটি কর্মপরিকল্পনা গ্রহণেরও নির্দেশনা দেন পানি সম্পদ উপদেষ্টা। যাতে করে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড হতে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যায়।

তিনি বলেন, দেশের কোন কোন জায়গায় সংকটাপন্ন নদীগুলো রয়েছে এগুলোকে আমাদের খুঁজে বের করতে হবে।

তিনি আরও বলেন, আমাদেরকে সংকটাপন্ন নদী গুলোর সংকট চিহ্নিত করতে হবে এবং সংকট দূর করতে আমাদের কি কি করণীয় রয়েছে সেটি খুঁজে বের করতে হবে। আর এজন্য উপদেষ্টা উপদেষ্টা রিজওয়ানা হাসান বুয়েট, সিইজিআইএস ,বোর্ড সদস্য, নদী গবেষণা ইনস্টিটিউটের বিশেষজ্ঞ এবং মন্ত্রণালয় থেকে একজনসহ মোট পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটি করার নির্দেশ দেন সংশ্লিষ্টদের যাতে এই কমিটি সংকটাপন্ন নদীগুলোকে যাচাই-বাছাই করবেন এবং এর জন্য প্রয়োজনীয় পরামর্শ প্রদান করবেন।

বোর্ড সভায় পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী মোঃ এনায়েত উল্লাহ, সিইজিআইএস এর নির্বাহী পরিচালক মালিক ফিদা এ খান, গবেষক ও অধ্যাপক ড. মোঃ মনজুরুল কিবরিয়া, নদী গবেষণা ইন্সটিটিউটের মহাপরিচালক (যুগ্মসচিব) আবু হোরায়রা-সহ বোর্ডের সদস্যবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।