সংস্কার শেষে সালদায় নতুনস্তরে পাওয়া গেল গ্যাস
নিজস্ব প্রতিবেদন:
ব্রাহ্মণবাড়িয়ার সালদা গ্যাসক্ষেত্রে পরিত্যাক্ত কূপ সংস্কার করে গ্যাস পাওয়া গেছে। এতে গ্যাসের চাপ ৫০০ পিএসআই। কূপটি থেকে দৈনিক ৪০ থেকে ৫০ লাখ ঘনফুট গ্যাস উৎপাদন করা সম্ভব হতে পারে। তবে এই গ্যাস উত্তোলনযোগ্য কিনা তা এখনও নিশ্চিত না।
সংস্কার শেষে বাপেক্স এই তথ্য জানিয়েছে।
সালদা গ্যাসক্ষেত্রের ২ নম্বর কূপটি অনেকদিন আগে পরিত্যক্ত ঘোষণা করা হয়। গ্যাস তোলা হত ২ হাজার ৪৩৫ মিটার বা ৭ হাজার ৯৮৯ ফুট মাটির নিচ থেকে। নতুন করে আরও ৩৯৩ ফুট বা ১২০ মিটার খনন করে নতুন স্তরটি আবিষ্কার করা হয়েছে। নতুন স্তরটি ৮ হাজার ৩১৭ ফুট বা ২ হাজার ৫৩৫ মিটার থেকে ৮ হাজার ৩৫০ ফুট বা ২ হাজার ৫৪৫ মিটার গভীরে।