সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ
নিজস্ব প্রতিবেদক:
দীর্ঘদিন পর আবার সিএনজি ফিলিং স্টেশনে দিনে চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখা হচ্ছে।বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ থাকবে।
সন্ধ্যায় বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা সময় বিদ্যুৎ উৎপাদনে প্রয়োজনীয় গ্যাস সরবরাহ করতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে পেট্রোবাংলার পক্ষ থেকে জানানো হয়েছে।
সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব ফারহান নূর এনার্জি বাংলাকে বলেন, তিন ঘন্টা বন্ধের দাবির প্রেক্ষিতে চার ঘণ্টা মঞ্জুর করা। হয়েছে।
দেশে ৬৫৪টি সিএনজি ফিলিং স্টেশন আছে।
২৪ ঘণ্টা খোলা থাকে। কিন্তু চাহিদা বেড়ে যাওয়ায় গ্যাসের সঙ্কট তীব্র আকার ধারণ করছে। এজন্য আগের মতো আবার নির্দিষ্ট সময় সিএনজি স্টেশন বন্ধ রাখা হচ্ছে।
তেলের পরিবর্তে সিএনজি ব্যবহার করলে একটি গাড়িতে কমপক্ষে ৩৯ থেকে ৩৩ শতাংশ খরচ কমে। এছাড়া এটি পরিবেশবান্ধব জ্বালানি। তাই এর ব্যবহার বেশি।