সমুদ্রের ১৬নং ব্লক অনুসন্ধানে নামছে বাপেক্স, সান্তোস

সমুদ্রের যৌথভাবে খনিজ অনুসন্ধান শুরু করতে যাচ্ছে বাপেক্স ও অস্ট্রেলিয়ার বহুজাতিক কোম্পানি সান্তোস। ১৬নং ব্লকের মগনামায় এই অনুসন্ধান করা হবে। গ্যাসের দাম বাড়ানো টাকা দিয়ে বাপেক্স এই অনুসন্ধান করবে।
এজন্য ক্রয় বিক্রয় চুক্তির খসড়া (এসপিএ) তৈরি করেছে পেট্রোবাংলা। গত ১লা জানুয়ারি এই চুক্তির খসড়া অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে (একনেক) পাঠিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। একনেক অনুমোদন দিলে এই চুক্তি হবে।

১৬নং ব্লকের মগনামা রিং ফেন্সড এলাকায় অবস্থিত মগনামা ভূগঠনে অনুসন্ধান কার্যক্রম পরিচালনার জন্য সান্তোস বাংলাদেশ লিমিটেড (এসবিএল) বাপেক্স বরাবর একটি প্রস্তাব দেয়।
প্রস্তাবে জানায়, যৌথ বিনিয়োগে সম্মত হলে ৫০ভাগ শেয়ারের ৪৯ভাগ হস্তান্তর করতে ইচ্ছুক। এর ভিত্তিতে প্রথম দফায় প্রায় তিনশ’ কোটি টাকা বাপেক্সকে বিনিয়োগ করতে হবে।

সান্তোসের প্রস্তাব নিয়ে বাপেক্সের বোর্ড সভায় বিস্তারিত আলোচনায় সিদ্ধান্ত হয়, বিনিয়োগের বিষয়ে সান্তোসের সঙ্গে দরকষাকষি করতে হবে। এ সিদ্ধান্ত অনুযায়ী ২৩০৮ মিলিয়ন ডলার বা ২৩০ কোটি ৮০ লাখ টাকা বিনিয়োগের বিষয়টি দফারফা হয়। এর ভিত্তিতে সান্তোস সংশোধিত নতুন প্রস্তাব দাখিল করে। বাপেক্সের ৩৭২তম বোর্ড সভায় সান্তোসের এ সংশোধিত প্রস্তাব অনুমোদন পায়।
জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মগনামা অনুসন্ধান কূপ-২ খনন করতে ২৩০ কোটি ৮০ লাখ টাকা বিনিয়োগ করা হবে। জিডিএফ তহবিল থেকে এ ব্যয় নির্বাহ করা হবে। সরকার অনুমোদন দিলে আগামী ৩১শে জানুয়ারির মধ্যে বিনিয়োগকৃত অর্থ সান্তোসকে দেয়া হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অনুসন্ধানকারী প্রতিষ্ঠান উত্তোলিত তেল-গ্যাস প্রথমে পেট্রোবাংলার কাছে বিক্রির জন্য প্রস্তাব দেবে, পেট্রোবাংলা প্রত্যাখ্যান করলে দেশের মধ্যেই তৃতীয় পক্ষের কাছে তা বিক্রি করতে হবে।
অগভীর সমুদ্রের ১১ নম্বর ব্লকে তেল, গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের কাজ করছে সান্তোস।