সমুদ্রে গ্যাস অনুসন্ধানে অনেক সুবিধা দেওয়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক:
সমুদ্রে গ্যাস অনুসন্ধানে অনেক সুবিধা দেওয়ায় বিদেশি কোম্পানি আরও বেশি আগ্রহী হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী। বিশ্বসেরা কোম্পানিগুলো অনুসন্ধানে আগ্রহী হবে বলে আশা করছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
সোমবার (১১ই মার্চ) রাজধানীর পেট্রোসেন্টারে আয়োজিত অফশোর বিডিং রাউন্ড শীর্ষক সংবাদ সম্মেলনে তারা এ কথা বলেন। এসময় জ্বালানি বিভাগের সচিব নুরুল আমিন, পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকারসহ অন্যরা উপস্থিত ছিলেন।
তৌফিক-ই-ইলাহী বলেন, আগের অভিজ্ঞতার আলোকে এবার বিডিংয়ে বেশ কিছু আকর্ষণীয় দিক রয়েছে। ব্রেন্ট ক্রুডের সঙ্গে সামঞ্জস্য রাখা হয়েছে। এতে ক্রুডের দাম বেড়ে গেলে অংশগ্রহণকারী কিছু সুবিধা পাবে আবার দাম কমলে আমরা সুবিধা পাবো। এতে তারা উৎপাদন বাড়াতে আগ্রহী হবে।
তিনি বলেন, ব্রেন্ট ক্রুড অয়েলের সঙ্গে সমন্বয় করে গ্যাসের দাম নির্ধারণ করাটা আমাদের জন্য ইতিবাচক।
তিনি বলেন, এবার বেশ কিছু বিষয় যোগ করে পিএসসি আকর্ষণীয় করা হয়েছে। আগ্রহীদের জন্য চার বছরের সার্ভে করার সুযোগ থাকছে। এরপর তারা অনুসন্ধানে যেতে আবার সময় নেবে। যারা এতোদিন আগ্রহ দেখিয়েছিল তারা এগিয়ে আসবে বলে আশা করছি। সমালোচনা যারা করেন তাদের মুখে ছাই দিয়ে আমরা আর্থিক ব্যবস্থাপনার ওপর একটা ইতিবাচক জায়গা দেখতে পাচ্ছি। এই যাত্রা যেন সাফল্যমণ্ডিত হয়।
প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ২০১৬ সালে অফশোরে মাল্টি ক্লায়েন্ট সার্ভের কাজ শুরু হলেও কিছুটা সময় লেগেছে। বর্তমানে গভীর সমুদ্রের ১৩ হাজার কিলোমিটারের ডাটা হাতে এসেছে। যুক্তরাষ্ট্রসহ এশিয়ার বেশ কয়েকটি দেশ কাজ করতে আগ্রহ দেখিয়েছে।
২৪টি ব্লকে খনিজ অনুসন্ধানের জন্য দরপত্র আহ্বান করেছে পেট্রোবাংলা। আগামী সেপ্টেম্বরের মধ্যে দরপত্র জমা দিতে হবে। রোজার পর প্রি বিড মিটিং হবে। সেখানে আগ্রহী কোম্পানিগুলো অংশ নেবে।