সর্বোচ্চ প্রকল্প বরাদ্দ রূপপুর পারমানবিক বিদ্যুতে, কম রামপালে
রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রর জন্য আসন্ন বাজেটে উন্নয়ন প্রকল্প হিসেবে সর্বোচ্চ বরাদ্দ দেয়া হয়েছে, যার পরিমান ১০ হাজার ১৩৬ কোটি টাকা। অগ্রাধিকার প্রকল্পগুলোর মধ্যেও এটা সর্বোচ্চ বরাদ্দ।
২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার পাওয়া ১০টি বড় প্রকল্পের জন্য ৩২ হাজার ৫৩১ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে, যা মোট উন্নয়ন বাজেটের (এডিপি) ২১ দশমিক ২১ শতাংশ।
বৃহস্পতিবার জাতীয় সংসদে ৪৬তম বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
দ্বিতীয় সর্বোচ্চ প্রকল্প বরাদ্দ দেয়া হয়েছে ‘পদ্মা বহুমুখী সেতুর রেল সংযোগ’ প্রকল্পের জন্য। এতে সাত হাজার ৬১০ কোটি টাকার বরাদ্দ রাখা হয়েছে।
তৃতীয় সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে সরকারের সবচেয়ে চ্যালেঞ্জের ‘পদ্মা বহুমূখী সেতু নির্মাণ’ প্রকল্পের জন্য। এতে আছে পাঁচ হাজার ৫২৪ কোটি টাকা।
এরপর যথাক্রমে ঢাকার যানজট নিরসনে চলমান মেট্রোরেল প্রকল্পের জন্য তিন হাজার ৪২৫ কোটি টাকা এবং মাতারবাড়ি (২×৬০০) মেগাওয়াট আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কোল্ড ফায়ার পাওয়ার প্রজেক্টের জন্য দেয়া হয়েছে দুই হাজার ২২০ কোটি টাকা।
কর্ণফুলী নদীর তলদেশে বহুলেন সড়ক টানেল নির্মাণ প্রকল্পের জন্য রাখা হয়েছে এক হাজার ৫৭৪ কোটি টাকা।
দোহাজারি থেকে রামু হয়ে ঘুমধুম পর্যন্ত রেল নির্মাণ প্রকল্পের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ১ হাজার ৫৬১ কোটি টাকা। পায়রা গভীর সমুদ্র বন্দর নির্মাণ প্রকল্পের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ৪০০ কোটি টাকা।
মহেশখালী থেকে আনোয়ারা পর্যন্ত গ্যাস সঞ্চালন লাইন নির্মাণের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৮০ কোটি টাকা এবং রামপাল বিদ্যুৎ কেন্দ্র এলাকার অবকাঠামো উন্নয়নের জন্য এক কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
বড় প্রকল্প’র তালিকাভুক্ত হওয়ার পরও রামপাল বিদ্যুৎকেন্দ্রর জন্য বরাদ্দ কম রাখা হয়েছে।