সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনেও লোডশেডিং

নিজস্ব প্রতিবেদক:

দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হয়েছে আজ মঙ্গলবার রাত ৯টায়। এসময় ১৬ হাজার ৪৭৭     মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।

এর আগে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ছিল ২২শে এপ্রিল রাত ৯টায়, ১৬ হাজার ২৩৩  মেগাওয়াট।

সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হলেও চাহিদা মত বিদ্যুৎ উৎপাদন করা যায়নি। এদিন সন্ধ্যায় বিদ্যুতের চাহিদা ধরা হয়েছে ১৭ হাজার মেগাওয়াট। কিন্তু উৎপাদন হয়েছে ১৬ হাজার ৪৭৭ মেগাওয়াট। অর্থাৎ পিডিবি’র হিসাবেই ৪৯৯ মেগাওয়াট লোডশেডিং। মানে চাহিদা থাকলেও বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হয়নি।

রাত নয়টার সময়ের চিত্র এটা। কিন্তু এর আগে পরে চাহিদা একই থাকলেও উৎপাদন কম ছিল। তাই লোডশেডিং-ও বেশি ছিল।

জানা গেছে, বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের সরবরাহ বাড়ানো হয়েছে। তারপরও কয়লা ও জ্বালানি তেলের কারণে অনেক কেন্দ্র বন্ধ আছে।

বৈদেশিক মুদ্রার অভাবে প্রয়োজনীয় তেল ও কয়লা আমদানি করা যাচ্ছে না বলে দাবি করেছে বিদ্যুৎ বিভাগ।