সাইফুল ইসলাম নতুন জ্বালানি সচিব: ওএসডি নুরুল আলম 

নিজস্ব প্রতিবেদক:

অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ সাইফুল ইসলামকে পদোন্নতি দিয়ে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের বর্তমান সচিব মো. নূরুল আলমকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

সোমবার (০৭ই অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে আলাদা আলাদা প্রজ্ঞাপন জারি করেছে।

অন্য এক প্রজ্ঞাপনে মো. রুহুল আমিন খানকে  পদোন্নতি দিয়ে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) চেয়ারম্যান করা হয়েছে।