সাগরের সম্পদ জনগণের কল্যাণে ব্যবহার হবে: প্রধানমন্ত্রী

সমুদ্রসীমায় বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন, এখান থেকে যে সম্পদ পাওয়া যাবে তা দেশের জনগণের কল্যাণে কাজে লাগানো হবে।

বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলনে এ কথা বলেন তিনি।

মঙ্গলবার প্রকাশিত এক রায়ে বঙ্গোপসাগরের বিরোধপূর্ণ সাড়ে ২৫ হাজার বর্গকিলোমিটার এলাকার মধ্যে প্রায় সাড়ে ১৯ হাজার বর্গকিলোমিটার বাংলাদেশকে দিয়ে ভারতের সঙ্গে নতুন সমুদ্রসীমা নির্ধারণ করে দিয়েছে আন্তর্জাতিক সালিশি আদালত।

রায়ের পর প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় শেখ হাসিনা বলেন, “ইতিমধ্যে আপনারা জেনেছেন, অনেকগুলো সমস্যা আমাদের ছিল, যা একে একে সমাধান করছি। আমাদের সমুদ্রসীমা, আমাদের যে অধিকার ছিল, সেই অধিকার অর্জন করতে আমরা সক্ষম হয়েছি।