পরিবেশ রক্ষায় সাগরে খনিজ অনুসন্ধান নিষিদ্ধ করেছে ওবামা

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা খনিজ অনুসন্ধানে আর্কটিক এবং আটলান্টিক মহাসাগরের বিস্তৃত জলসীমায় সব ধরনের কূপ খনন স্থায়ীভাবে নিষিদ্ধ করেছেন।
পরিবেশ রক্ষা, দূষণ প্রতিরোধ ও প্রাকৃতিক সম্পদের যথেচ্ছ ব্যবহার রোধেই এ উদ্যোগ নেয়া হয়েছে।
এ বিষয়ে ওয়াশিংটনে কানাডাও বন্যপ্রাণী সংরক্ষণ, আর্কটিক অর্থনৈতিক অঞ্চল ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এক যৌথ বিবৃতি দিয়েছে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা স্থায়ী হলেও কানাডা প্রতি পাঁচ বছরে সিদ্ধান্তটি পর্যালোচনা করবে বলে জানিয়েছে। নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন তেলের রিজার্ভ বাড়াতে নতুন অঞ্চলে তেল অনুসন্ধানে নির্বাচনী ঘোষণা দিয়েছিলেন। তবে আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউট বলেছে, কূপ খননে স্থায়ী নিষেধাজ্ঞার কোনো অস্তিত্ব নেই।