সাগরে গ্যাস অনুসন্ধান: পরামর্শক নিয়োগে আন্তর্জাতিক দরপত্র

নিজস্ব প্রতিবেদক:
গভীর সমুদ্রে গ্যাস অনুসন্ধান করতে উৎপাদন অংশীদারি চুক্তি (পিএসসি) সংশোধনের উদ্যোগ নেয়া হয়েছে। এজন্য আগের পিএসসি ২০১৯ সংশোধন করা হবে। এই সংশোধনের জন্য পরামর্শক নিয়োগ দিতে দরপত্র আহ্বান করেছে পেট্রোবাংলা।
২৮শে অক্টোবর দরপত্র আহ্বান করা হয়। আগামী ২১শে নভেম্বর দরপ্রস্তাব খোলা হবে।
অন্তত ১৫ বছরের অভিজ্ঞতা আছে এমন কোম্পানি এই দরপত্রে অংশ নিতে পারবে।
সূত্র জানায়, বিদেশী কোম্পানির জন্য আরও সুযোগ সুবিধা বাড়ানো হচ্ছে। সাগরের গ্যাসের দাম বাড়ানো হচ্ছে।