সাগরে লঘুচাপে গরম বেশি

জৈষ্ঠ্য মাসেও বৃষ্টির দেখা নেই। প্রচণ্ড তাপ এবং ভ্যাপসা গরমে জনজীবন বিপর্যস্ত। বৃষ্টির অপেক্ষায় মানুষ। দেশের কোথাও কোথাও সামান্য বৃষ্টি হলেও আগামী দুই চারদিনের মধ্যে বড় ধরনের বৃষ্টির সম্ভাবনা নেই।
পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তার আশেপাশের এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। সাগরে লঘুচাপ সৃষ্টি হলে অন্যত্র বাতাসের পরিমাণ কমে যায়। বাতাস কমে গেলে আদ্রতার পরিমাণও কমে যায়। গত কয়েকদিন ধরে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাতাসও কমে গেছে। ফলে অসহনীয় গরম অনুভূত হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, গতকাল বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায় ৪৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন মঙ্গলবারও সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শাহ আলম বলেন, তাপমাত্রা সহসায় কমছে না। আরো দুই একদিন এমন গরম থাকবে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ কারণে উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে তাপমাত্রা বেশি বেড়েছে। বৃষ্টি হলে তাপমাত্রা কমে আসবে। তবে আগামী দুই একদিনের মধ্যে বড় ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে।
আবহাওয়ার ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, যশোর ও কুষ্টিয়ার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ এবং ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, চাঁদপুর ও মাইজদী র্কোট অঞ্চলসহ রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। তবে ময়মনসিংহ অঞ্চলসহ সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।