সাতদফা দাবিতে ফুলবাড়ীতে সমাবেশ করেছে জাতীয় কমিটি
এশিয়া এনার্জির বাংলাদেশ কার্যক্রম বন্ধসহ সাতদফা দাবিতে ফুলবাড়ীতে তেল-গ্যাস-খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা কমিটি বিক্ষোভ মিছিল করেছে। রোববার পৌরশহরের নিমতলা মোড় থেকে মিছিলটি বের হয়।
এশিয়া এনার্জির প্রধান নির্বাহী কর্মকর্তা গ্যারি এন লাইকে গ্রেফতার করে বিচার, এশিয়া এনার্জির ফুলবাড়ী অফিস উচ্ছেদ, অন্দোলনকারী নেতাদের নামে হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও ফুলবাড়ীবাসীর সঙ্গে সম্পাদিত ছয় দফা চুক্তি বাস্তবায়নের দাবিতে এ বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়।
তেল-গ্যাস-খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ফুলবাড়ী শাখার আহ্বায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল স্মারকলিপি ইউএনও মনিরুজ্জামানের কাছে হস্তান্তর করেন।
এ সময় তেল-গ্যাস-খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা কমিটির ফুলবাড়ী শাখার সদস্য সচিব জয়প্রকাশ গুপ্ত, সাবেক সদস্য সচিব এসএম নুরুজ্জামান, সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবলু প্রমুখ উপস্থিত ছিলেন।