সাতমাস পর বড়পুকুরিয়া খনিতে কয়লা বিক্রি শুরু

দীর্ঘ সাত মাস পর দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লা খনি থেকে পুনরায় কয়লা বিক্রি শুরু হয়েছে। প্রথম পর্যায়ে ৫৯৪টি প্রতিষ্ঠানের বিপরীতে প্রায় ৬০ হাজার মেট্রিক টন কয়লা বরাদ্দ দেওয়া হয়েছে।
রোববার (২৮ ডিসেম্বর) থেকে তাদের মধ্যে কয়লা সরবরাহ করা হবে। ১০/১২ দিন পর পুনরায় কয়লা বিক্রি শুরু হবে বলে খনি কর্তৃপক্ষ জানিয়েছে।
এদিকে কয়লা বিক্রি শুরু হওয়ায় ইটভাটা ও বয়লার চালিত শিল্প প্রতিষ্ঠান মালিকদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।
জানা গেছে, বড়পুকুরিয়া খনি কর্তৃপক্ষ কয়লা বিক্রির জন্য ১৬ ডিসেম্বর কয়েকটি জাতীয় এবং স্থানীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে কয়লা ব্যবহারকারী ও সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে ২১ ডিসেম্বরের মধ্যে আবেদনপত্র আহ্বান করে।
এ সময়ের মধ্যে কয়লা ক্রয় করার জন্য ৪ হাজার ৮০০টি প্রতিষ্ঠান ১০০ টন থেকে ৫ হাজার টন পর্যন্ত চাহিদা উল্লেখ করে আবেদনপত্র জমা দেয়। এতে কয়লার চাহিদা দাড়ায় প্রায় ৭ লাখ টন।
সূত্র মতে, খনি কর্তৃপক্ষের কাছে বিক্রিযোগ্য কয়লার মজুদ মাত্র ৬০ হাজার টন থাকায় কয়লা পাওয়ার জন্য বিভিন্ন প্রকার তদবির শুরু হয়। কিন্তু খনি কর্তৃপক্ষ সব ধরনের তদবির উপেক্ষা করে বিক্রয়যোগ্য কয়লার মজুদ অনুযায়ী বুধবার (২৪ ডিসেম্বর) পার্বতীপুর, ফুলবাড়ী ও দিনাজপুর জেলার ইটভাটাগুলোকে অগ্রাধিকার দিয়ে সারাদেশের ৫৯৪টি প্রতিষ্ঠানের প্রতিটিকে ১০০ টন হিসেবে ৫৯ হাজার ৪০০ টন কয়লা বরাদ্দ দেয়।