সাত দিনের মধ্যে রাজধানীর সব ঝুলন্ত তার অপসারণের নির্দেশ
আগামী সাত দিনের মধ্যে রাজধানীর সব ঝুলন্ত তার অপসারণের নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ। সংশ্লিষ্ট কোম্পানি নিজেরা তাদের তার অপসারণ না করলে আগামী ১০ নভেম্বর থেকে বিদ্যুৎ বিতরণ সংস্থা তার অপসারণের কাজ শুরু করবে।
বৃহস্পতিবার বিদ্যুৎ ভবনে রাজধানীর ঝুলন্ত তারের বিষয়ে অনুষ্ঠিত এক বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এ নির্দেশ দেন। বিটিআরসি, বিটিসিএল, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি), ক্যাবল টিভি অপারেটর (কোয়াব) এর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার সময় এ নির্দেশ দেন প্রতিমন্ত্রী। সভায় অন্যদের মধ্যে বিদ্যুৎ সচিব মনোয়ার ইসলামসহ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, ঝুলন্ত তার একদিকে যেমন ঝুঁকিপূর্ণ অন্যদিকে ঢাকার সৌন্দয্যহানি ঘটাচ্ছে। বার বার নোটিশ দিয়ে ও এ সংক্রান্ত ঘোষণার পরও যেসব সংস্থা ঝুলন্ত তার অপসারণ করেনি এবার তাদের তার অপসারণ করা হবে। পর্যায়ক্রমে সারাদেশেই এ কার্যক্রম চালানো হবে বলে তিনি জানান।
২০১০ সালে বর্তমান সরকার রাজধানীর সব ঝুলন্ত তার ও বিদ্যুৎ বিতরণ লাইন মাটির নিচ দিয়ে নেয়ার ঘোষণা দেয়। গত ৪ বছরে কিছু কিছু এলাকায় তার অপসারণ করা হলেও বেশিরভাগই হয়নি। এই সময়ের মধ্যে বিতরণ সংস্থার পক্ষ থেকে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে বার বার চিঠি দেয়া হয়েছে। কিন্তু কোনো কাজ হয়নি। এ অবস্থা বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে গতকাল নতুন করে তার অপসারণের সিদ্ধান্ত নেয়া হলো।
সূত্র জানায়, আগামী ১০ নভেম্বরের মধ্যে বিভিন্ন সংস্থাকে তাদের ঝুলন্ত তার অপসারণের জন্য গণমাধ্যমে বিজ্ঞপ্তি দেয়া হবে। ওই সময়ের মধ্যে অপসারণ না করলে বিদ্যুৎ বিতরণ সংস্থা ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) ও ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) ঝুলন্ত তার অপসারণ করবে।