সামিটের এলএনজি টার্মিনালে ২৫ শতাংশ বিনিয়োগ করবে মিতসুবিশি
জাপানের মিতসুবিশি কর্পোরেশন সামিট এলএনজি টার্মিনালের ২৫ শতাংশ মালিকানায় বিনিয়োগে সম্মত হয়েছে। একই সাথে তারা এই টার্মিনাল করতে সহযোগিতা করবে। এলএনজি টার্মিনালের বাকি ৭৫ শতাংশর মালিকানা সামিট কর্পোরেশনেরই থাকবে।
এই প্রকল্পের অধীনে সামিট এলএনজি কক্সবাজার জেলার মহেশখালি দ্বীপের উপকূল থেকে ছয় কিলোমিটার দূরে সমুদ্রে এফএসআরইউ স্থাপন করা হবে। পেট্রোবাংলার এলএনজি রিগ্যাসিফিকেশন করা হবে। টার্মিনাল নির্মাণকাজ ২০১৭ সালের শেষের দিকে শুরু হয়েছে। ২০১৯ সালের মার্চে বাণিজ্যিক উৎপাদনে যাওয়ার লক্ষ ঠিক করা হয়েছে। প্রতি বছর গড়ে ৩৫ লাখ টন এলএনজি গ্যাসে রূপান্তর করা হবে।
এই প্রকল্পের পাশাপাশি সামিট এবং মিতসুবিশি বাংলাদেশের এলএনজির ভ্যালু চেইনের এলএনজি সরবরাহ থেকে বিদ্যুৎ উৎপাদনে একত্রে কাজ করবে।