সামিটের কড্ডার বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সামিটের এর দ্বৈত জ্বালানির (তেল ও গ্যাস) ১৪৯ মেগাওয়াট ক্ষমতার এইস এ্যালায়েন্স পাওয়ার বিদ্যুৎ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সামিট এইস এ্যালায়েন্স পাওয়ার লিমিটেড, সামিট কর্পোরেশন লিমিটেড (৩৬ শতাংশ) এবং পুঁজিবাজারে তালিকাভূক্ত সামিট পাওয়ার লিমিটেডের (৬৪ শতাংশ) যৌথ কোম্পানী।
সামিট এইস এ্যালায়েন্স পাওয়ার ১৫ বছর মেয়াদী বিদ্যুৎ ক্রয় চুক্তি (পিপিএ) এবং বাস্তবায়ন চুক্তি (আইএ) করেছে। গত ১২ই জুলাই এই কেন্দ্র বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে। এই বিদ্যুৎ কেন্দ্র ১৩২ কেভিতে পিজিসিবি-এর কড্ডায় অবস্থিত গ্রীড উপকেন্দ্রে বিদ্যুৎ সরবরাহ করছে।এইস এ্যালায়েন্স পাওয়ার লিমিটেড গাজীপুর জেলার কড্ডায় অবস্থিত।