সামিটের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ১,৯৪১ মেগাওয়াট: নির্ধারিত সময়ে কড্ডা শুরু
বাংলাদেশের সবচেয়ে বড় বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারি প্রতিষ্ঠান (আইপিপি) সামিট আরও একটা বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন শুরু করেছে। গাজীপুরের কড্ডায় ১৪৯ মেগাওয়াট ক্ষমতার কেন্দ্রর উৎপাদন শুরু হয়েছে। এখানে ডিজেল দিয়ে বিদ্যুৎ উৎপাদন হবে।
সামিট গাজীপুর-১ পাওয়ার লিমিটেড বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) এর সাথে চুক্তি অনুযায়ি নির্ধারিত সময়েই এই কেন্দ্র উৎপাদন শুরু করেছে। এর মধ্য দিয়ে সামিটের মোট বিদ্যুৎ উৎপাদনক্ষমতা এক হাজার ৯৪১ মেগাওয়াটে পৌছেছে। মাত্র দুই মাস আগে ৯ই মে সামিট গাজীপুর-২ পাওয়ার ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে যায়।
সামিট গাজীপুর-১ বিদ্যুৎ কেন্দ্র ১৩২ কেভিতে পিজিসিবি-র কড্ডায় অবস্থিত গ্রীড উপকেন্দ্রে বিদ্যুৎ সরবরাহ করছে। সামিট গাজীপুর-১ এবং ২ বিদ্যুৎ কেন্দ্র দুটো ঢাকা থেকে ৩০ কিলোমিটার দূরে গাজীপুরের কড্ডায় অবস্থিত।
সামিট গাজীপুর-১ পাওয়ার লিমিটেড, ডিএসই এবং সিএসই-তে তালিকাভূক্ত কোম্পানি সামিট পাওয়ার লিমিটেড (৬৪ শতাংশ) এবং সামিট কর্পোরেশন লিমিটেড (৩৬ শতাংশ) এর মালিকানাধীন একটা যৌথ কোম্পানি। ২০১৭ সালের ১২ই এপ্রিল এই ১৪৯ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রর জন্য সামিট সরকারের সাথে ১৫ বছর মেয়াদী বিদ্যুৎ ক্রয় চুক্তি (পিপিএ) এবং বাস্তবায়ন চুক্তি (আইএ) করে।
সামিটের অন্য বিদ্যুৎকেন্দ্রগুলোর মধ্যে অন্যতম হলো, মেঘনাঘাট ৪৫০, নারায়নগঞ্জ ১০৩ (তেল) , আশুলিয়া ৩৫ (গ্যাস), জাঙ্গালিয়া ৩৫ (গ্যাস), মধাবদী ২৬ (গ্যাস), রূপগঞ্জ ৩৫ (গ্যাস), মাওনা ৩৫ (গ্যাস), চান্দিনা ১৪ (গ্যাস), উল্লাহপাড়া ১২ (গ্যাস), আশুলিয়া ১২ (গ্যাস), চান্দিনা ১২ (তেল), মাধবদি ১২ (গ্যাস)।
১৯৯৭ সালে এই কোম্পানির বাংলাদেশে যাত্রা শুরু।