সামিট পাওয়ারের আয় বেড়েছে: ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

সামিট পাওয়ার লিমিটেড (এসপিএল) এর শেয়ার প্রতি আয় ৪০ পয়সা বেড়েছে। পুজিঁবাজারে শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ লাভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

রোববার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে অনুষ্ঠিত  কোম্পানির ২১তম বার্ষিক সাধারণ সভায় ৩০শে জুন ২০১৮ সময়ের সমাপ্ত বছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করা হয়।
সভায় বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনাও অনুমোদন করা হয়। এই বছরে সামিট পাওয়া শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়েছে ৪০ পয়সা। আগের বছরের একই সময়ে আয় ছিল চার টাকা। আর এবছর আয় হয়েছে চার টাকা ৪০ পয়সা।
সভায় সকল শেয়ারহোল্ডারদের সম্মতি নিয়ে পাঁচটা আলোচ্যসূচি অনুমোদন দেয়া হয়।
সামিট পাওয়ার এর চেয়ারম্যান মাহমুদ আজিজ খান বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন। সভায় উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান মো. আতিফ খান, পরিচালক আনজুমান আজিজ খান, জাফর উমেদ খান, আইশা আজিজ খান ও ব্যাবস্থাপনা পরিচালক আব্দুল ওয়াদুদ।

summit agm