সামিট পাওয়ারে উপদেষ্টা হিসেবে যোগ দিলেন মোস্তফা কামাল
সামিট পাওয়ার লিমিটেডে উপদেষ্টা হিসেবে যোগ দিয়েছেন মো: মোস্তফা কামাল। যোগদান বিষয়ে তিনি বলেন, সামিট পাওয়ারের একজন সদস্য হতে পেরে অত্যন্ত আনন্দিত। সামিট দেশের প্রকৌশলীদের উচ্চতর দক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে। পাশাপাশি বিদ্যুৎ উন্নয়ন খাতে প্রযুক্তি স্থানান্তরের মাধ্যমে আত্মনির্ভরশীলতা অর্জনের দিকে দেশকে এগিয়ে নিচ্ছে।
সামিটে যোগ দেয়া্র আগে তিনি ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানী অব বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য, পাওয়ার সেলের মহাপরিচালক এর
দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মেকানিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে স্নাতক অর্জন করেন।