সামিট পাওয়ার ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষনা করল
সামিট পাওয়ার লিমিটেড আবারও নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সামিট পাওয়ার লিমিটেড, ১৮ মাসের জন্য (৩০শে জুন ২০১৭ পর্যন্ত ) শেয়ার হোল্ডারদের ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
আজ বৃহষ্পতিবার রাজধানীর খামারবাড়ীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত কোম্পানীর ২০তম বার্ষিক সাধারণ সভায় এ লভ্যাংশ ঘোষণা করা হয়। প্রতিষ্ঠানটি পুঁজিবাজারে তালিকাভুক্তির পর থেকেই ধারাবাহিকভাবে লভ্যাংশ ঘোষণা করে আসছে।
সামিট পাওয়ার লিমিটেডের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খানের সভাপতিত্বে এ সভায় ভাইস চেয়ারম্যান মোঃ লতিফ খান, ব্যবস্থাপনা পরিচালক লে. জে. (অব.) ইঞ্জিনিয়ার আবদুল ওয়াদুদ ও পরিচালকদের মধ্যে আঞ্জুমান আজিজ খান, জাফর উম্মিদ খান, আয়েশা আজিজ খান, হেলাল উদ্দীন আহমেদ, সৈয়দ ফজলুল হক (এফসিএ), ফয়সাল করিম খান, মোস্তাফিজুর রহমান খান, ফারুক আহমেদ সিদ্দীকী, আজিজা আজিজ খান, আরিফ আল ইসলাম এবং কোম্পানী সচিব স্বপন কুমার পাল (এসিএ) সহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন । এছাড়া বার্ষিক সাধারন সভায় পর্যাপ্ত সংখ্যক শেয়ার হোল্ডাররাও উপস্থিত ছিলেন।
গত বছরের মতো এবারও অডিটর হিসেবে চার্টার্ড একাউনটেন্ট ফার্ম রহমান রহমান হক-কে নিয়োগ দেয়া হয়েছে ।