সামিট পেল ওয়ার্টসিলা অ্যাওয়ার্ড ২০১৯

Summit receives award from the Mayor of Vaasa, Finland - energy bangla

 

সামিট গ্রুপ ওয়ার্টসিলার ভ্যালুড কাস্টমার রিকগনিশন অ্যাওয়ার্ড ২০১৯ পেয়েছে।

গাজীপুর ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র মাত্র ৯ মাসে বাস্তবায়নের মাধ্যমে যে কর্মদক্ষতা এবং কর্মসম্পাদন করেছে তার স্বীকৃতিস্বরুপ এই পুরস্কার দেয়া হয়েছে। ফিনল্যান্ডের ভাসা শহরের মেয়র টমাস হেয়রী এবং অস্ট্রবোথনিয়া চেম্বার অফ কমার্স,যা ফিনল্যান্ডের সবচেয়ে পুরানো এবং বিখ্যাত চেম্বার- এর ব্যবস্থাপনা পরিচালক জুহা হাকিনান যৌথভাবে এই পুরস্কার দেন। সামিট গ্রুপের ভাইস-চেয়ারম্যান মো. লতিফ খান এবং সামিট গাজীপুর ২ পাওয়ার (৩০০ মেগাওয়াট) ও এইস এলাইয়েন্স পাওয়ারের (১৫০ মেগাওয়াট) ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোজাম্মেল হোসেন এই পুরস্কার নেন।