সাড়ে ১২ কেজি এলপিজির দাম আরও কমে ৯০৬ টাকা
নিজস্ব প্রতিবেদক:
তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) দাম আরও কমেছে। বেসরকারি খাতের সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম মূসকসহ ৯৭৫ টাকা থেকে ৬৯ টাকা কমিয়ে ৯০৬ টাকা করা হয়েছে। আগামী ১লা মে থেকে এই দাম কার্যকর হবে।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বৃহষ্পতিবার নতুন দাম নির্ধারণ করেছে।
গাড়িতে ব্যবহার করা অটোগ্যাসের দাম লিটার প্রতি ৩ টাকা ২২ পয়সা কমিয়ে ৪৪ টাকা ৭০ পয়সা করা হয়েছে। সরকারি কোম্পানির সরবরাহ করা এলপিজির দাম পরিবর্তন করা হয়নি। সরকারি সাড়ে ১২ কেজির দাম ৫৯১ টাকাই রাখা হয়েছে।
এর আগে ১২ইএপ্রিল দেশে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করে বিইআরসি।
অনলাইন সংবাদ সম্মেলনে বিইআরসির চেয়ারম্যান মো. আবদুল জলিল বলেন, সৌদি আরবের দামের ভিত্তিতেই দাম সমন্বয় করা হয়েছে। প্রপেন ও বিউটেনের প্রতি টন সৌদি সিপি গড়ে ৫৪০ দশমিক ৫০ মার্কিন ডলার ধরে হিসাব করা হয়েছে। এর সঙ্গে সম্পর্কিত মূসক ও ডলারের বিপরীতে টাকার মান ধরে আনুপাতিক হারে পরিবর্তন হয়েছে। এরআগের দাম কার্যকর করার বিষয়ে তিনি বলেন, আগের দাম বাস্তবায়ন হয়নি এটা যেমন বলা যাবে না, তেমনই শতভাগ বাস্তবায়ন হয়েছে, তাও বলা যাবে না।
এলপিজির দাম সমন্বয় করতে গঠিত বিইআরসির কমিটি ২৫শে এপ্রিল কমিশনের কাছে প্রস্তাব দেয়। সেই প্রস্তাব অনুযায়ি ২৮শে এপ্রিল অনলাইনে শুনানি হয়। এই শুনানির ভিত্তিতে এই দাম চূড়ান্ত করা হয়েছে।