সাড়ে ১৮ লাখ টন জ্বালানি তেল কেনার সিদ্ধান্ত
চলতি বছরের জন্য সাড়ে ১৮ লাখ মেট্রিক টন পরিশোধিত জ্বালানি তেল আমদানি’র সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত্র মন্ত্রিসভা কমিটিতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এ সংক্রান্ত ক্রয় প্রস্তাব অনুমোদন দেয়া হয়।
মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মোস্তাফিজুর রহমান। তিনি জানান, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ব্রুনাই, মালয়েশিয়া, চীন, ভিয়েতনাম, ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও তুরস্ক থেকে এ জ্বালানি তেল আমদানি করা হবে।
মোস্তাফিজুর রহমান জানান, সভায় মোট ১৯টি প্রস্তাব উত্থাপন করা হলেও সময় স্বল্পতায় ১৫টি প্রস্তাব পর্যালোচনার মাধ্যমে অনুমোদনের সুপারিশ করা হয়েছে।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে এসময় খাদ্য মন্ত্রণালয়ের আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে প্যাকেজ-৮ লট-১ ও ২ এর আওতায় এক লাখ মেট্রিক টন গম ক্রয় প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এছাড়া কৃষি মন্ত্রণালয় ও স্থানীয় সরকার বিভাগের তিনটি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।